ভারতের রাজস্থানে নিজ বাসায় আগুনে পুড়ে মারা গেছে ৮ বছর বয়সী শিশু অভিনেতা বীর শর্মা ও তার ১৬ বছর বয়সী বড় ভাই শোরিয়া শর্মা। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত প্রায় আড়াইটার দিকে রাজস্থানের কোটার আনন্দপুরা এলাকার দীপশ্রী অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, রোববার রাত ২টার দিকে তাদের কোটার বাসায় আগুন লাগে। ওই সময় বীর শর্মা ও তার বড় ভাই শোরিয়া শর্মা বাসায় একা ছিল। তাদের বাবা জিতেন্দ্র শর্মা একটি ভজন অনুষ্ঠানে ছিলেন এবং মা অভিনেতা রীতা শর্মা সে সময় মুম্বাইয়ে ছিলেন।



