প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন জনপ্রিয় শিশু শিল্পী ও তার ভাই

ডিজিটাল ডেস্ক:
ভারতের রাজস্থানে নিজ বাসায় আগুনে পুড়ে মারা গেছে ৮ বছর বয়সী শিশু অভিনেতা বীর শর্মা ও তার ১৬ বছর বয়সী বড় ভাই শোরিয়া শর্মা। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত প্রায় আড়াইটার দিকে রাজস্থানের কোটার আনন্দপুরা এলাকার দীপশ্রী অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, রোববার রাত ২টার দিকে তাদের কোটার বাসায় আগুন লাগে। ওই সময় বীর শর্মা ও তার বড় ভাই শোরিয়া শর্মা বাসায় একা ছিল। তাদের বাবা জিতেন্দ্র শর্মা একটি ভজন অনুষ্ঠানে ছিলেন এবং মা অভিনেতা রীতা শর্মা সে সময় মুম্বাইয়ে ছিলেন।
স্থানীয়রা জানান, জানা গেছে, প্রতিবেশীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন, ফলে ফায়ার সার্ভিসকে ডাকা হয়নি। আগুনে ড্রয়িং রুম এবং ওই কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে নিহত দুই ভাইয়ের মরদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নিহত বীর-শৌর্যের মরণোত্তর চক্ষুদান করেছেন তার পরিবার, যা তাদের নিজস্ব ইচ্ছা ছিল।

বীর-শৌর্যের বাবা জিতেন্দ্র শর্মা একজন কোচিং সেন্টারে রসায়নের শিক্ষক। বীর একটি টেলিভিশন ধারাবাহিকে শিশু অভিনেতা হিসেবে কাজ করতেন। আর তার দাদা শৌর্য ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের মা রীতা শর্মা একজন অভিনেত্রী এবং তিনি মুম্বাইয়ে কাজ করেন। রাজস্থানের কোটায় বাবার সঙ্গেই থাকতেন বীর ও শৌর্য।
বীর শর্মা সনি সাব চ্যানেলের ধারাবাহিক ‘শ্রীমাদ রামায়ন’-এ পুষ্কল চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছিল। তার ভাই শোরিয়া শর্মা একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখত।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com
Copyright © 2025 Agami Projonmo - আগামী প্রজন্ম. All rights reserved.