বিনোদন ডেস্ক:
পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২০১০ সালে ‘গানের ওপারে’ সিরিয়ালে পুপে চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। সেই সুন্দর সময়ের কথা মনে পড়তেই আজও আবেগপ্রবণ হয়ে পড়েন মিমি।
প্রথমবার পর্দায় পা রেখে যেভাবে তিনি কাজ করেছেন, কাজ শিখেছেন তার সব কৃতিত্বই প্রয়াত পরিচালক ঋতুপর্ণকেই দিয়েছেন মিমি। এমনকি পরিচালককে তার জীবনের প্রথম শিক্ষক হিসেবেও উল্লেখ করেছেন তিনি। প্রায় বছর ১৫ পরে এসেও টেলিভিশনের সেই প্রথম দিনের কথা ভুলতে পারেননি অভিনেত্রী। নিজের বদলে যাওয়া ক্যারিয়ার নিয়ে বেশ সন্তুষ্ট মিমি। ফেলে আসা সুন্দর কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে তিনি বলেন, আমার এই বদলে যাওয়া ব্যাপারটা হতো, যদি শুরুটা ভালো হতো। কেউ জানতো না যে, পুপেকে কয়েক দশক পরেও মানুষ এতটা ভালোবাসবে। আমি সত্যিই সৌভাগ্যবান যে, এমন একটি টেলিভিশন সিরিয়ালের অংশ হতে পেরেছিলাম। যে ধারাবাহিকের কথা আজও মানুষ মনে রেখেছে। জলপাইগুড়ি থেকে অভিনেত্রীর এক বোন একটি সুন্দর ভিডিও পাঠিয়েছেন মিমিকে। যেখানে অভিনেত্রীর ‘গানের ওপারে’র লুকের সঙ্গে কবিগুরুর ‘আমি তোমার প্রেমে হবো সবার কলঙ্কভাগী’ গান জুড়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে।
অভিনেত্রী বলেন, আমাকে বারবার বলেছে একবার যেন অবশ্যই এই ভিডিওটা দেখি। বিশ্বাস করুন আমি কেঁদে ফেলেছিলাম। সত্যিই এই সুন্দর উপহারের জন্য অসংখ্য ধন্যবাদ।
Sharing is caring!