প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম

editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ণ
মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual2 Ad Code

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Manual6 Ad Code

জানা যায়, রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের। তবে মাত্র দেড় মাস প্রেমের সম্পর্কে থাকার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে মম জানান, রাফায়েলের সততা ও স্পষ্টবাদিতা তাকে মুগ্ধ করেছে।

অভিনয়ের আগে ছয় বছর রেডিওতে `কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন মম। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো `আজব কারখানা’ (পরমব্রতর সঙ্গে) এবং মুক্তির দিক দিয়ে প্রথম চলচ্চিত্র `কাগজ’।

অন্যদিকে, রাফায়েল আহসান `নয়ছয়’ সিনেমা নির্মাণ করেছেন এবং ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’-এর মতো প্রযোজনাগুলোর সাথে যুক্ত আছেন।

Manual4 Ad Code

মাইমুনা মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল বললেন, ‘মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে মনে হয়, খুব সহজেই ওকে সবার কাছ থেকে আলাদা করা যায়। তাই মনে হয়েছে, ওকে নিয়ে আগামী জীবনের পথচলাটা আমার জন্য সহজ ও সুন্দর হবে। তাই আমাদের এই বিয়ের সিদ্ধান্ত।’

মাইমুনা মম বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কোনো পরিকল্পনা করে ফেলা।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code