প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কনসার্ট থেকে পালানোর খবর ভিত্তিহীন: ঐশী

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ০৫:০০ অপরাহ্ণ
কনসার্ট থেকে পালানোর খবর ভিত্তিহীন: ঐশী

Manual3 Ad Code

 

বিনোদন ডেস্ক:

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী শীতের কনসার্টে ব্যস্ত সময় পার করছেন।

শনিবার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের শিমুলতলীতে ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় কনসার্টে পারফর্ম করেন তিনি। হাজারো দর্শকের সমাগমে জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। তবে কনসার্ট শেষে কিছু দুর্বৃত্ত আকস্মিকভাবে মেলায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটায়। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে খবর ছড়িয়ে পড়ে— সংঘর্ষের সময় স্টেজে থাকা ঐশী ও তার টিম সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। একপর্যায়ে প্রাণে বাঁচতে তারা দেয়াল টপকে কনসার্টস্থল ত্যাগ করেন। এ সময় উত্তেজিত জনতা তার ব্যক্তিগত গাড়িও নাকি ভাঙচুর করেছে।

Manual1 Ad Code

তবে এ খবর সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন ঐশী। এ সংগীতশিল্পীবলেন, কনসার্টটি একদম সুন্দর ও স্বাভাবিকভাবে শেষ হয়। তার দল নিরাপদেই অনুষ্ঠানস্থল ত্যাগ করে। তাদের বেরিয়ে যাওয়ার পরই মেলায় ভাঙচুর ও মারামারির ঘটনাটি ঘটে।

কিছু সংবাদে ভুল তথ্য দেওয়া হচ্ছে দাবি করে ঐশীর মা নাসিমা মান্নান বলেন, অনেক সংবাদে লেখা হচ্ছে— ঐশীকে অবরুদ্ধ করা হয়েছে। অথচ এমন কিছু একদমই ঘটেনি। ঐশী কনসার্ট শেষ করে বেরিয়ে যাওয়ার পরেই মারামারি শুরু হয়।

Manual2 Ad Code

সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছেন ঐশী। সেখানে তিনি লিখেছেন—গতকাল আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর গাজীপুর শিমুলতলী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে। বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে নিয়ে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে। সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান এ কণ্ঠশিল্পী।

Manual2 Ad Code

এদিকে মেলার আয়োজক সূত্রে জানা গেছে, সিগারেটের দাম নিয়ে তর্কাতর্কি থেকে রাত সাড়ে ১০টার দিকে মেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পরই ভাঙচুর শুরু হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code