ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে পথচলা এই নায়িকার। শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায়। কিন্তু এর বাইরেও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে অনুরাগীদের; বিশেষ করে, ববির বিয়ে নিয়ে।
বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে গণমাধ্যমে বহুবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন ইয়ামিন হক ববি। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে ববি বলেছিলেন, বর পেলেই নাকি বিয়ে করবেন নায়িকা। এবার জানা গেল, বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান ববি।

Manual2 Ad Code

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ববিকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কথা বলতে শোনা যায়। নায়িকার কাছ থেকে প্রাপ্য ভালোবাসা ঠিক কাদের জন্য বরাদ্দ, সেটিও বলেন অকপটে। নায়িকার কথায়, ‘আমার আসলে সবচাইতে বেশি ভালোবাসা বাবার জন্য। ওইটার থেকে কেউ বেশি পেয়েছ কিনা আমি জানি না, তারপর হচ্ছে আমার কাজ। এরপর জায়গা করে নিয়েছে আমার দুই বোনের চার সন্তান। এরাই আমার ট্রু লাভ।’
একপর্যায়ে বিয়ে প্রসঙ্গ নিয়ে আলাপে আসেন ববি। বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান, এমনটাই জানিয়ে দেন তিনি। ববির কথায়, ‘প্রথমত তাকে মানুষ হতে হবে, তার মধ্যে মানুষ্যবোধটা থাকতে হবে। আমার প্রাধান্য দেবে, আমাকে বুঝবে। গায়ের রং নিয়ে আপত্তি নেই। আমি এটা নিয়ে কখনও আপত্তি করি না, এটা খুবই অপছন্দ। যখন জিজ্ঞাসা করে, ‘সাদা-কালো’ বিষয়টা খুব অপছন্দ করি। আমার একটু লম্বা মানুষ পছন্দ, আমার বাবাও লম্বা ছিলেন।’
উল্লেখ্য, কিছুদিন আগেই কে এ নিলয় পরিচালিত ‘বউ’ নামে একটি সিনেমায় যুক্ত হওয়ার খবর জানান ববি। এরপর ‘তছনছ’ নামে একটি নতুন সিনেমায় কাজ করছেন বলেও শোনা যাচ্ছে। এখন ক্যারিয়ার নিয়ে যে অনেকটাই ফোকাসড রয়েছেন এই নায়িকা তা বোঝা যাচ্ছে। পর পর দুটি ছবিতে কাজ করায় ক্যারিয়ারে তিনি ঘুরে দাঁড়াবেন বলে গণমাধ্যমে সম্প্রতি আশাবাদ ব্যক্ত করেন ববি।