বিনোদন ডেস্ক:
বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নানা কারণে সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কখনো সিনেমার কারণে, আবার কখনো তার প্রেমিককে নিয়ে, যা নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে। আর সবকিছু মিলিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হন অভিনেত্রী।
হায়দরাবাদে ‘ছাবা’ সিনেমার প্রচার অনুষ্ঠানে রাশমিকা যা বলেছেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তার ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রীর বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠেন তারা।
সম্প্রতি ওই অনুষ্ঠানে রাশমিকা মান্দানা বলেন, আমি তো আদতে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।
রাশমিকার এমন মন্তব্য শুনে হায়দরাবাদিরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহে অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ভক্তদের। যার কারণে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। যদিও রাশমিকা মান্দানা সংশ্লিষ্ট বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি।
এক নেটিজেন লিখেছেন—সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন অভিনেত্রী। আরেক নেটিজেন লিখেছেন— কতটা স্বার্থবাদী হলে স্মার্ট ক্যারিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পালটে দেয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com