প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বঙ্গবীর ওসমানী

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ণ
বঙ্গবীর ওসমানী

Manual6 Ad Code

-মো. হাফিজুর রহমান তামিম

প্রবল রণকৌশলী, অগ্নি-দেশপ্রেমী,
বাংলার মুক্তির দীপশিখা এক অনন্য ধ্রুবতারা,
তেজোদ্দীপ্ত লড়াকু, ক্ষণজন্মা সমরনায়ক যিনি,
ইতিহাসে অমর তিনি—আতাউল গণি ওসমানী।

Manual8 Ad Code

 

বুদ্ধিদীপ্ত নেতৃত্বে সেনাপতি মহান,
শত্রুহৃদয়ে বাজালে ‘হিট এন্ড রান’।
প্রজ্ঞা আর ক্যারিশমায় দুর্জয় দিগন্ত,
যুদ্ধের মন্ত্রে দাঁড়ানো বাংলার মহাসেনানী—
অনন্য-অদ্বিতীয় প্রান্ত, বীর এমএজি ওসমানী ।

 

Manual4 Ad Code

দুঃসময়ের কান্ডারী, নির্লোভ চিরকুমার,
দেশপ্রেমে সিক্ত, সাহসী অকুতোভয় সেনাধার।
অবহেলায় যখন তাঁকে আড়াল করতে চায় কেউ,
অপূর্ণ ইতিহাস তখনও উচ্চারণ করে—
প্রিয়তম মেজর জেনারেল ওসমানী’র নীরব ঢেউ।

 

Manual1 Ad Code

পাকশাসকের দাঁতে রক্তলোলুপ বিষ,
তাঁর অগ্নি-শপথে নামে বজ্রবিদীর্ণ হর্ষ।
মেজর জিয়ার কণ্ঠে বাজে স্বাধীনতার শঙ্খ,
মানচিত্রের কারিগর, জাতির প্রিয় ঋণী,
মুক্তির মহাযাত্রার সর্বাধিনায়ক—
বাংলার বঙ্গবীর কর্নেল এমএজি ওসমানী।

 

Manual1 Ad Code

লেখক: মো. হাফিজুর রহমান তামিম, শিক্ষার্থী স্নাতক ৩য় বর্ষ বিয়ানীবাজার সরকারি কলেজ।

 

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code