গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাটে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে দামারী মান উল্লাহ শাহ মাজার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত সিরাজুন বেগম (৪৫) তোয়াকুল ইউনিয়নের কান্দিগাও গ্রামের ওমান প্রবাসী আসাব মিয়ার স্ত্রী।
পুলিশ ও পরিবারিক সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভোগছেন। বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। আজ সকালে স্থানীয় কয়েকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই শাহাব উদ্দিন জানান, লাশের সুরতাহল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Sharing is caring!