প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ২৪ গরুসহ চার চোরাকারবারী আটক

editor
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ণ
সিলেটে ২৪ গরুসহ চার চোরাকারবারী আটক

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে মেট্রোপলিটন পুলিশের আওতাধীন জালালাবাদ থানাপুলিশ পাঁচ পিকআপ ভর্তি ২৪টি গরুসহ ৪ চোরাকারবারীকে আটক করেছে। জব্দকৃত গরুর বাজার মূল্য ২৩ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

সোমবার কুমারগাঁওয়ের অনন্তপুর এলাকা সংলগ্ন তেমুখী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে গরুসহ ওই চার চোরাকারবারীকে আটক করা হয়। চোরাকারবারীরা পাঁচটি পিকআপে করে গরুগুলো নিয়ে যাচ্ছিল।

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল জানান, অভিযানকালে ৪ জনকে আটক করা গেলেও আরও ৬-৭ জন কৌশলে পালিয়ে যায়। আটককৃতরা গরু ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে পুলিশ পাঁচটি পিকআপ ও ২৪টি গরু জব্দ করে এবং চার চোরাকারবারীকে আটক করে।

এ ঘটনায় আটক ৪ জনসহ ৭ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ইসবপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০), একই গ্রামের মৃত সইবুর রহমানের ছেলে আল আমিন হোসেন (২৩), পাইকরাজ গ্রামের কমর উদ্দিনের ছেলে আবদুর রব (২০) ও একই গ্রামের বুরহান উদ্দিনের ছেলে আতিকুর রহমান (২৬)।

Manual4 Ad Code

মামলার পলাতক আসামীরা হলেন- গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ গ্রামের জাবেদ (২০), তুরুবাগ গ্রামের বাবুল মিয়া (৪৫), পাইকরাজ গ্রামের বৌলগ্রামের মোশাহিদ (৪৭) ও গোলাপগঞ্জ উপজেলার করদাপাড়া গ্রামের মোস্তফা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code