গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে খুন করে লাশ পুকুরে ফেলে পালিয়ে যান স্বামী। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার এবং তার স্বামীকে গ্রেফতার করে। নিহত সাবিনা বেগম (৩০) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আনুর আলী (৩৫) একই উপজেলার সুনামপুর গ্রামের বলাই মিয়ার ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার সাবিনা বেগম স্বামীকে নিয়ে ঈদের ছুটিতে একই উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে তার বাবার বাড়ি যান। পরদিন বুধবার সকালে বাড়ি ফেরার পথে স্বামী আনুর আলী স্ত্রীকে হত্যা করে তার লাশ পুকুরে ফেলে পালিয়ে যান।
পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনুর আলী জানিয়েছে পারিবারিক কলহের জের ধরে সে তার স্ত্রীকে খুন করেছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com