প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ স্ত্রীর সাথে অভিমান করে নিজের প্রাণ নিলেন সোহেল

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ স্ত্রীর সাথে অভিমান করে নিজের প্রাণ নিলেন সোহেল

Manual5 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে স্ত্রীর সাথে অভিমান করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত ওই ব্যক্তি সোহেল আহমদ (৪৬)। তিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণভাগ এলাকার চৌধুরী পাড়ার মরহুম মজম্মিল আলীর ছেলে।

Manual3 Ad Code

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ খবর পেয়ে সোহেলের ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

Manual5 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসি মো. মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে সোহেলের স্ত্রীর সাথে মনমালিন্যতা চলছিল। এরই জের ধরে স্ত্রীর সাথে রাগ করে মঙ্গলবার রাত্রে যেকোনো এক সময় তিনি নিজ বসত ঘরে রশি দিয়ে নিজের গলায় ফাস দেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় চেয়ারম্যান থানাপুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code