গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত মোল্লা ফজলু (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার গভীর রাতে পুলিশ উপজেলার ভাদেশ্বর পশ্চিমভাগ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামের আকমল আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোলাপগঞ্জ থানার এসআই আনন্দ একদল পুলিশ নিয়ে উপজেলার ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মোল্লা ফজলুকে গ্রেপ্তার করেন।
মোল্লা ফজলুর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ আছে। তাছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানাও রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোল্লা ফজলুকে গ্রেপ্তারের ও কারগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা।
Sharing is caring!