গোলাপগঞ্জ প্রতিনিধি:
সৌন্দর্যবর্ধনের লক্ষে গোলাপগঞ্জে সরকারী এমসি একাডেমী স্কুল ও কলেজের লেক পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। প্রায় এক যুগ পর পৌসভার উদ্যোগে লেকটি পরিস্কার করা হয়। প্রায় সপ্তাহব্যাপী এই পরিছন্ন কাজ করতে ২০-২২জন শ্রমিক কাজ করে।
বুধবার সৌন্দর্যবর্ধনের এই কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
জানা যায়, সরকারী এমসি একাডেমী স্কুল ও কলেজের এই লেকটি মাঝেমধ্যে পরিস্কার করলেও প্রায় এক যুগ থেকে কোন পরিস্কার পরিচ্ছন্ন করা হয়নি। এতে লেকের মধ্যে কচুরিপানা জমে থাকায় পানি ময়লায় বিবর্ন হয়ে যায়। অবশেষে লেকটি পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। পৌরসভার অর্থায়নে এই লেকটি পরিস্কার করতে ১০/১২ জন পরিচ্ছন্ন কর্মী কাজ করেন। বুধবার সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন- সরকারী মসি একাডেমি স্কুল ও কলেজের কলেজ শাখার প্রভাষক ভানুজ কান্তি ভট্টাচার্য, প্রভাষক মো. আলাল মিয়া, প্রভাষক কোহেলি পাল চৌধুরী ও ইউএনও কার্যালয়ের কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক নোমান আহমদ নোশাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, স্কুলের লেকটি পরিস্কার পরিচ্ছন্ন করে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। যাতে এই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কিছুটা হলেও আনন্দ উপভোগ করতে পরে।
Sharing is caring!