প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে র‌্যাব দেখে দৌড় দিয়ে ২ জন ধরা : সাথে মিললো যা

editor
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে র‌্যাব দেখে দৌড় দিয়ে ২ জন ধরা : সাথে মিললো যা

Manual8 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। র‌্যাব সদস্যদের দাবি তাদের কাছে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র‌্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জ থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় স্থানীয় চৌধুরী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজি চালিত অটোরিকশাকে থামতে সংকেত দেন র‌্যাব সদস্যরা। এসময় গাড়িটি থামিয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে অটোরিকশাটির সিটের পিছন থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় র‌্যাব।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার মধ্যম কানিশাইল এলাকার মৃত লুৎফর রহমানের পুত্র মো. সাইফুল ইসলাম (৪০) এবং একই উপজেলার উত্তর কানিশাইল এলাকার ফিরোজ আলীর পুত্র মো. নাজিম উদ্দিন (২৫)।

Manual6 Ad Code

র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে।

Manual6 Ad Code

তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code