গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের ঢাকা (উত্তর) এর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, শিক্ষার্থীরা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যত। তাই এডুকেশন শিক্ষার পাশাপাশি তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আগামীতে তারাই সমাজের নের্তৃত্ব দিবে। ঘুনেধরা সমাজ পরিবর্তন করতে হলে সঠিক পথে হাটতে হবে। যেখানে ইসলামের মূল্যবোধ, ইনসাফ, নৈতিকতা থাকবে সেখানেই যেতে হবে। এরজন্য দাঁড়িপাল্লার কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে দেশে শান্তি প্রতিষ্টা করতে হবে।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যদি আগামী নির্বাচনে জামায়াতে ইসলাম ক্ষমতায় যায় তাহলে দেশ থেকে সব ধরণের দুর্ণীতি বন্ধ করা হবে। চাকুরীতে ঘুষ বানিজ্যসহ সব অপকর্মে বন্ধ করে দেওয়া হবে। সর্বোপরি একটি ভাল সমাজ গড়তে হবে।
তিনি শনিবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও সিঙ্গেল ডিজিট এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলার পৌরসভা মাঠে এই অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবিরের গোলাপগঞ্জ উপজেলা পুর্ব শাখার সভাপতি সাজ্জাদুর রহমান নিপু।
আবুল কালাম ইউসুফের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিলেন কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির রেহান উদ্দিন রায়হান, জেলা শিবিরের সাবেক সভাপতি হাবীবুল্লাহ দস্তগীর ও এহতেশামুল আলম জাকারিয়া বর্তমান সভাপতি আবু আইয়ুব মঞ্জু।
বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সিলেট মহানগরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু, কলেজ সম্পাদক মুজাহিদুল ইসলাম রাজন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com