প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

editor
প্রকাশিত মে ১৫, ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ণ
হবিগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জে সাপের কামড়ে তাসমিন আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সন্ধ্যায় শহরের উমেদনগর বান্দেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাসমিন একই এলাকার ফজল শাহের মেয়ে ও স্থানীয় উমেদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ বাড়িতে মোবাইল ফোন দেখছিল তাসমিন। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। পরে পরিবারের লোকজন হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাব উদ্দিন শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পানিতে ডুবে একজন শিশুর মৃত্যুর খবর পেয়েছি।

Sharing is caring!