প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ণ
হবিগঞ্জে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

হবিগঞ্জ সংবাদদাতা:
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সদস্যরা হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৩টি উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, মাদক ও যানবাহন আটক করেছে।

আটক পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, আতশবাজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার চিমটি বিল বিওপি এলাকায় ৪৪ লক্ষ ৯১ হাজার ৭ শত ৮০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আতশবাজি এবং শ্রীমঙ্গলের গুটিবাড়ি ও কাকমারাছড়া, চুনারুঘাট উপজেলার গুইবিল, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপি এলাকায় আট লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সাইকেল আটক করা হয়। এর মধ্যে এক লক্ষ ৭৮ হাজার ৫ শত টাকা মূল্যের ৫১ কেজি গাঁজা রয়েছে।

উল্লেখ্য, চলতি মে মাসে ২৮ তারিখ পর্যন্ত বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ৭৭ লক্ষ ৭ হাজার ৬ শত ৭০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, মাদক ও যানবাহন আটক করেছে।

Sharing is caring!