হবিগঞ্জ সংবাদদাতা:
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সদস্যরা হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৩টি উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, মাদক ও যানবাহন আটক করেছে।
আটক পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, আতশবাজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার চিমটি বিল বিওপি এলাকায় ৪৪ লক্ষ ৯১ হাজার ৭ শত ৮০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আতশবাজি এবং শ্রীমঙ্গলের গুটিবাড়ি ও কাকমারাছড়া, চুনারুঘাট উপজেলার গুইবিল, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপি এলাকায় আট লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সাইকেল আটক করা হয়। এর মধ্যে এক লক্ষ ৭৮ হাজার ৫ শত টাকা মূল্যের ৫১ কেজি গাঁজা রয়েছে।
উল্লেখ্য, চলতি মে মাসে ২৮ তারিখ পর্যন্ত বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ৭৭ লক্ষ ৭ হাজার ৬ শত ৭০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, মাদক ও যানবাহন আটক করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com