নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২২ জুন রবিবার সকালে উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামে অভিযান চালিয়ে রাসেল আহমদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন সহকারী উপ-পরিদর্শক সায়েম মিয়া, সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, রনি ও হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম।
অভিযানের সময় রাসেলের বসতঘরের পূর্ব পাশে থাকা একটি কক্ষে কাঠের সোকেসের ড্রয়ার থেকে একটি স্বচ্ছ পলিথিন ব্যাগের ভেতরে রাখা দুইটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে মোট ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
আটককৃত রাসেল আহমদকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. কামরুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com