হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হল- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামীমা আক্তার (১২) ও মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়- ওই শিশুর অভিভাবকরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। আজ ছিল বিয়ের দিন। বাড়ির এক পাশে বিয়ের বাড়ির আয়োজন চললেও শিশুরা খেলতে খেলতে পকুর পাড়ে গিয়ে গোসল করার জন্য পানিতে নেমে যায়।
আর এতে করে একে একে তিন শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com