প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে প্রেমিকার অনশন, অতঃপর ধর্ষণ মামলা

editor
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ০১:৩৯ অপরাহ্ণ
হবিগঞ্জে প্রেমিকার অনশন, অতঃপর ধর্ষণ মামলা

Manual1 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে বিয়ের দাবিতে এক তরুণী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার (১ ডিসেম্বর) তরুণী বাদী হয়ে চুনারুঘাট থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি প্রেমিক ইয়াছিন আরাফাত ইমনের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। সোমবার দুপুর পর্যন্ত তিনি অনশনরত ছিলেন। তরুণীর সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও আলোচনায় আসে।

তরুণীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমন তাকে বিভিন্নস্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তিনি দাবি করেন, বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার মুরুব্বিয়ানও জানতেন। বর্তমানে ইমন ঢাকায় অবস্থান করছেন বলে জানান তিনি।

তরুণী আরও জানান, ইমন বিয়েতে রাজি থাকলেও ইমনের পিতা নাকি অনীহা প্রকাশ করছেন এ কারণেই তিনি অনশনে বসতে বাধ্য হয়েছেন।

Manual8 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদুল ইসলাম বলেন, ‘তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code