প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সীমান্তে এবার আটক মা-ছেলে

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ
সীমান্তে এবার আটক মা-ছেলে

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ৫৫ বিজিবির বাল্লা সীমান্ত ফাঁড়ি থেকে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদেরকে প্রেরণ করা হয় আদালতে।

আটকরা হল- সিলেট জেলা সদরের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও ছেলে রিপন বর্মন (৩২)।

৫৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন তিন আদম বেপারীকে টাকা দিয়ে তাদের সহযোগিতায় ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছিলেন। বাল্লার কলাবাগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

তবে এ সময় আদম ব্যাপারী পালিয়ে যায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- এ ঘটনায় আদম ব্যাপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

চুনারুঘাট থানার (ওসি) মো. নজরুল ইসলাম বলেন- আটককৃত মা ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় মানবপাচারকারী যাদের নাম এসেছে তাদেরকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Sharing is caring!