প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হঠাৎ উত্তপ্ত হবিগঞ্জের মজলিশপুর, দুইজনের অবস্থা সংকটাপন্ন

editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ণ
হঠাৎ উত্তপ্ত হবিগঞ্জের মজলিশপুর, দুইজনের অবস্থা সংকটাপন্ন

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজলিশপুর মহল্লাটি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে। রাতের আধারে নুর মাম্মদ ও জালাল আবেদীন নামে দুই বয়স্ক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তারা দুইজনেই ওই মহল্লার বাসিন্দা।

Manual5 Ad Code

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে জেলা সদরে নিয়ে আসা হলেও পরে আশঙ্কা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
জানাা যায়- ওই সময় নূর মাম্মদ ও জালাল আবেদীন মোটরসাইকেলযোগে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মাতাপুর এলাকায় পৌঁছামাত্র ইউপি সদস্য মনছুর মিয়াসহ তার লোকজন মোটরসাইকেলের গতিরোধ করে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

Manual1 Ad Code

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। এই হামলার পর থেকেই ওই এলাকায় উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ওই এলাকায় টহল জোরদার করেছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসন জানান, ঘটনার পর পরই থানা পুলিশ কয়েকবার ওই এলাকায় গিয়ে টহল দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code