প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ
হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ। কর্মসূচির মধ্য ছিল সকালে সূর্যাদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।

এরপর সকাল ৮টার দিকে হবিগঞ্জ স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা নামফলকসহ বিভিন্নস্থানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, পুলিশ সুপার রেজাউল হক খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌরাসভার প্রশাসক প্রভাংশু সোম মহান, মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্নস্থানে আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে।

Sharing is caring!