প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে বিপুল পরিমাণ মদসহ গ্রেফতার দুই

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ণ
নবীগঞ্জে বিপুল পরিমাণ মদসহ গ্রেফতার দুই

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে বিপুল পরিমাণ দেশী ও বিদেশী মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলো- মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত রবীন্দ্র কুপ ঠাকুর এর পুত্র রমাকান্ত গোঁপ (৩৫) ও নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুর গ্রামের মছবির রহমানের পুত্র শফিকুর রহমান (২৯)।

Manual7 Ad Code

জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আশিকুর রহমান শোভন এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদসহ সেনাবাহিনীর একটি দল নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে শফিকুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় সিগনেচার, রয়েল, ব্রাঞ্চ ও ওয়েল মন্ডসহ বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদসহ শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

পরে তার দেয়া তথ্যমতে নবীগঞ্জ শহরের বাউসা রোডে অভিযান চালিয়ে ১ হাজার ৩শ ৫০ লিটার বাংলা মদসহ রমাকান্ত গোঁপকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭টি স্মার্ট ফোন, ৫টি পাসপোর্ট, নগদ ২ হাজার৬ শ ৩০ টাকা, ১ হাজার টাকার ২টি জাল টাকার নোট ও মদ বিক্রি করার প্লাস্টিকের ৭০০টি খালি বোতল উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code