প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রমজান, ১৪৪৬ হিজরি

পুলিশের হাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
পুলিশের হাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শেখ হৃদয়ের দায়ের করা মামলার আসামী ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন এ্যানিকে গ্রেফতার করেছে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে দিকে দক্ষিণ বড়চর গ্রামে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ আসামী গ্রেফাতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে বিকেলে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের কর্মী দ্বাদশ শ্রেণির ছাত্র আতাউর রহমান হৃদয় ওরফে শেখ হৃদয় বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ১১৬ জনকে আসামী করে একটি মামলাটি দায়ের করেন।

এর আগে গত ৪ আগষ্ট বিকেল ৩ টায় শায়েস্তাগঞ্জের রেলওয়ে পার্কিং এলাকায় বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করতে ছাত্র-জনতা একত্রিত হন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় শেখ হৃদয় আহত হন। মারাত্মক আঘাত পান বাম চোখে আঘাতের কারনে তার চোখটি নষ্ট হয়ে গেছে। বর্তমানে সে সিলেট সিএমএইচে চিকিৎসাধীন আছে।

Sharing is caring!