প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেট-ঢাকা মহাসড়কে বাস ট্রাকের সংঘর্ষ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
সিলেট-ঢাকা মহাসড়কে বাস ট্রাকের সংঘর্ষ

হবিগঞ্জ প্রতিনিধি:
সিলেট-ঢাকা মহাসড়কে শিক্ষাসফরে আসা বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিক্ষা সফরে আসা ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

বিষয়টি ড়ে গিয়ে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। তিনি বলেন,
সিলেট থেকে কুমিল্লাগামী ইউনিক পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা গেলেও ট্রাকটি পালিয়ে যায়।

(ওসি) বলেন, বাসের যাত্রীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নারায়নপুর দাখিল মাদ্রাসা কুমিল্লা থেকে সিলেট জাফলং ভ্রমণ আসেন। ভ্রমণ শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলে শায়েস্তাগঞ্জে এসে দুর্ঘটনার শিকার হন।

Sharing is caring!