প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ
হবিগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ শারমিন আক্তার (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) দিবাগত ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেল-ষ্টেশন বাজার এলাকা থেকে গাজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত নারী শারমিন আক্তার ঝালকাটি জেলার কাঠালিয়া থানার পশ্চিম আউড়া মুন্সিবাড়ির মৃত শাহ জালাল মুন্সির মেয়ে।

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃত নারী শারমিন আক্তার একজন চিহ্নিত মাদক কারবারি। সে ওই এলাকায় দিয়ে গাঁজা পাচার করছিল এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ৫টি পোটলায় মোড়ানো ১০ কেজি গাজা তার কাছ থেকে উদ্ধার করা হয়। সে গাজাগুলো ষ্টেশন বাজার এলাকায় রেখে পাচারের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!