স্টাফ রিপোর্টার:
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিতর্কিত সীমান্তে ফের অতর্কিতে গোলাগুলি হয়েছে। সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই এক সেনা পা হারানোর একদিন পর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হলো। সর্বশেষ এই গোলাগুলির মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়লো।
বৃহস্পতিবার থাইল্যান্ডের সেনারা অভিযোগ করেছে যে প্রাচীনতম টা মুয়েন থম টেম্পলের কাছে থাই সেনাঘাঁটিতে ক্যাম্বোডিয়ান সেনারা গুলি ছুড়েছে। থাইল্যান্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ক্যাম্বোডিয়া টেম্পলের সামনে ড্রোন মোতায়েন করেছে।
এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, থাই অপারেশনাল ঘাঁটির সামনে ছয়জন সশস্ত্র ক্যাম্বোডিয়ান সেনাকেও দেখা গেছে। তাদের সঙ্গে ছিল আরপিজিস।
তবে ক্যাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছে, থাই সেনাদের বিনা উস্কানিতে অনুপ্রবেশের পর আমাদের সেনারা আত্মরক্ষায় কাজ করেছিল।
থাই সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের বাহিনীর মধ্যে গুলিবিনিময়ে অন্তত তিনজন থাই বেসামরিক আহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে থাই সেনা জানিয়েছে, ক্যাম্বোডিয়ান বাহিনী বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
থাইল্যান্ডথাই সেনাবাহিনীর পক্ষ থেকে এই ছবি পোস্ট করা হয়েছে
দেশটির বাহিনীর দাবি করেছে, দেশের উত্তর-পূর্বে কাপ চোয়েং জেলায় বাসিন্দাদের লক্ষ্য করে দুইটি বিএম-২১ রকেট আঘাত হেনেছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই অঞ্চলে ছয়টি এফ-১৬ ফাইটার জেট মোতায়েন করেছে। তবে ক্যাম্বোডিয়ার পক্ষ থেকে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ্যে জানানো হয়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com