প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার: রাংপানিতে পুণঃস্থাপন

editor
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
সিলেটে ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার: রাংপানিতে পুণঃস্থাপন

Manual7 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে টাস্কফোর্সের অভিযানে লুন্ঠিত আনুমানিক ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এই পাথর উদ্ধার করা হয়। পরবর্তীতে পাথরগুলো উপজেলার রাংপানি নদীতে পুণঃস্থাপন করা হয়েছে। এসময় জব্দকৃত প্রায় ২৮ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে স্থানীয় প্রশাসনের এসিল্যান্ড, পুলিশ ও বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকা থেকে চোরাকারবারিরা এসব পাথর ও বালু নিয়ে আসে। এতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক মামলা দায়ের করবে পুলিশ। একইসাথে সীমান্তে চোরাচালান রোধে বিজিবিকে কঠোর নজরদারি বাড়ানোর অনুরোধ জানায় প্রশাসন।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code