জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। এসময় উপজেলার ৪নং বাংলাবাজার বালু-পাথর সাইট এবং শ্রীপুর পাথর কোয়ারি এলাকা থেকে ১৬ হাজার ৫শ’ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে টাস্কফোর্সের বিশেষ এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলা বাজার থেকে ১৩ হাজার ৩শ’ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারি এলাকা থেকে ৩ হাজার ২০০ ঘনফুট বালুসহ মোট ১৬ হাজার ৫শ’ ঘনফুট বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
টাস্কফোর্সের অভিযান চলাকালে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এছাড়া অভিযানে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮-বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবির দল ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে টাস্কফোর্সে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব জানান, ‘অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com