প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে ‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ণ
জকিগঞ্জে ‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ) সন্ধ্যা ৭টায় জকিগঞ্জের ১নং বারহাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বালিটেকা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বারহাল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নাজিম উদ্দিনের সভাপতিত্বে, ছাত্রদল নেতা মাহফুজের সঞ্চালনায় আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।

বিপুল সংখ্যক স্থানীয় জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ভিপি মাহবুব জনসাধারণের মাঝে ‘৩১ দফা’ সংবলিত লিফলেট বিতরণ করেন এবং দফাগুলোর মূল বিষয়বস্তু উপস্থিত জনসাধারণের সামনে তুলে ধরেন।

Manual1 Ad Code

এসময় প্রধান অতিথির বক্তব্যে ভিপি মাহবুব বলেন,“এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের রোডম্যাপ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি জনপদের খোঁজ রাখেন এবং মানুষের সমস্যাগুলো নিয়ে ভাবেন। আগামী দিনে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এ দেশ পুনর্গঠন করবে।”

Manual5 Ad Code

তিনি আরও বলেন, “গত ১৬ বছর আমরা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছি। পরিবারের সঙ্গে থাকতে পারিনি, বনে-জঙ্গলে থেকেছি; তবুও দেশ ত্যাগ করিনি। অনেকেই বিদেশি পাসপোর্ট করেছেন, কিন্তু আমার বিদেশি পাসপোর্ট নেই। আমি এই দেশে জন্মেছি, এই দেশেই মরব।জকিগঞ্জ-কানাইঘাটবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”

Manual6 Ad Code

বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code