কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানির আয়োজন করা হয়েছে। আগামী ১৮ মে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ৯টা থেকে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে ভুক্তভোগীরা অংশগ্রহণ করতে পারবেন।
হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানায়, গণশুনানিতে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ উপস্থিত থাকবেন। 'নতুন স্বপ্ন নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত যেকোনো সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত দপ্তরে সেবা পেতে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ হয়রানি বা দুর্নীতির শিকার কেউ হয়ে থাকলে আগামী ১৬ মে পর্যন্ত মৌলভীবাজারের কোর্ট মার্কেট এবং চৌমুহনীতে অবস্থিত দুদকের অস্থায়ী অভিযোগ বুথে অভিযোগ জমা দেওয়া যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com