কুলাউড়া প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরিত প্যাডে ৩১ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে কুলাউড়া উপজেলার লিংকন তালুকদার সদস্য হিসেবে স্থান পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে সারাদেশেই জেলা পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। এরই অংশ হিসেবে মৌলভীবাজার জেলার এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে লিংকন বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি আন্তরিকতা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করবো। জাতীয় নাগরিক পার্টির আদর্শে বিশ্বাসী থেকে আমি তৃণমূলের মানুষের পাশে থাকতে চাই।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com