প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে বাড়ি উঠানে জাম্বুরা গাছ থেকে অজগর সাপ উদ্ধার

editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ০১:৫১ অপরাহ্ণ
মৌলভীবাজারে বাড়ি উঠানে জাম্বুরা গাছ থেকে অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে শহরতলীর জেটি রোড এলাকায় একটি বাড়ির জাম্বুরা গাছ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের জেটি রোড এলাকার মিন্টু মিয়ার বাড়ির জাম্বুরা গাছ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল মঙ্গলবার বিকালে তিনি জানান, “গত সোমবার রাত ৮টার সময় শ্রীমঙ্গল জেটি রোড মিন্টু মিয়ার বাড়ির উঠানে জাম্বুরা গাছে একটি অজগর সাপের বাচ্চা দেখে বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে মিন্টু মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে অজগর সাপের বাচ্চাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসি। পরে বনবিভাগ (ওয়াইল্ড লাইফ) কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ স্কাউট তাহজ্জুল ইসলাম।”

মিন্টু মিয়া বলেন, ‘অজগর সাপটি দেখে বাড়ি সবাই হাল্লা চিৎকার শুরু করে। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘খাদ্য সংকটের কারণে বন জঙ্গল থেকে বন্যপ্রাণী লোকালয়ে বেড়িয়ে পড়ছে। প্রায় সময় অজগর আমাদের এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে ঢুকে পড়ে।’

Sharing is caring!