প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মে দিবস উপলক্ষে জৈন্তাপুরে র‍্যালি অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ১, ২০২৫, ০১:৪৭ অপরাহ্ণ
মে দিবস উপলক্ষে জৈন্তাপুরে র‍্যালি অনুষ্ঠিত

জৈন্তাপুর সংবাদদাতা:
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের হাত ধরে আধুনিক সভ্যতা, শিল্পায়ন, নগরায়ণ উন্নয়ন হচ্ছে। শ্রমিকদের এই অবদান কোনো ক্রমেই অস্বীকার করার সুযোগ নেই।

বক্তারা আরোও বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা যাতে দ্রুত সময়ের ভেতরে আদায় করা হয় সেদিকে মালিকপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মালিক শ্রমিকদের সম্পর্ক হতে হবে দৃঢ় ও মজবুত। এ সময় শ্রমিকদের কাজ করার সময় তাদের স্বাস্থ্য সুরক্ষা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, তদন্ত অফিসার মোহাম্মদ উছমান গনি, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুলহাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, বৃহত্তর সারী নদী বারকি শ্রমিক সমবায় সমিতির সভাপতি আমির আলি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জৈন্তাপুর রিকশা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নজমুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শ্রমিকবৃন্দ।

Sharing is caring!