প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানী : আহত ২

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানী : আহত ২

Manual4 Ad Code

শ্রীমঙ্গল সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

Manual5 Ad Code

নিহত ব্যক্তি হলেন মুসলিমবাগ এলাকার মৃত হাজী মকবুল শেখের ছেলে আব্দুল গফুর শেখ (৪১)। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

গুরুতর আহতরা হলেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য নিউ পূর্বাসা এলাকার প্রভাত সিংয়ের ছেলে অজয় সিং (৪২) এবং রেলগেইট এলাকার মতিউর রহমানের ছেলে মো. তানভীর হোসেন জনি।

Manual7 Ad Code

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গির আলম সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code