নিজস্ব প্রতিবেদক:
সিলেটে পুলিশের পৃথক অভিযানে ৫০ বোতল ফেনসিডিল ও ৯ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাতে ৩টার দিকে এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস এলাকায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও একটি সিএনজি অটোরিকশাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত রুহুল আমিন সাদিক (২১) এয়ারপোর্ট থানার মংলিরপাড় এলাকার খুরশেদ আলমের ছেলে।
এর আগে দুপুর সাড়ে ১২টায় এয়ারপোর্ট থানাধীন বড়শালা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড সংলগ্ন সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এতে ৯ বোতল বিদেশি মদসহ আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জিত বসনব (৪৫), সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার বাবনগাঁও গ্রামের মৃত রমাকান্ত বসনবের ছেলে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com