নিজস্ব প্রতিবেদক:
সিলেটের হবিগঞ্জে ডাকাতি ও খুনের মামলায় ২ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার মালিহাতা গ্রামের আব্দুল খালেকের ছেলে অলফত আলী এবং ফেনীর সদর থানার গাছগাছিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে খোরশেদ আলম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-৭, সিপিসি-১ এর যৌথ অভিযানে গত সোমবার (১০ মার্চ) রাতে ফেনী জেলার সদর থানাধীন চারিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় খুনসহ ডাকাতি মামলা রয়েছে। এইসময় তাদের সাথে থাকা ১টি ট্রাক, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি হাসুয়া ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com