স্টাফ রিপোর্টার:
নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে মো. আনোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে নিজ বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। ভোরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আমরা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবেই দেখছি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com