
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত নগরীর কাষ্টঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জ তাহিরপুর থানার স্বতি গ্রামের আব্দুল কাদিরের ছেলে দেলোয়ার হোসেন (১৯) এবং সুনামগঞ্জ সদর থানার অস্কারগাঁওয়ের বাসিন্দা ইমতিয়াজ মিয়ার ছেলে সোহেল মিয়া (২১)। দেলোয়ার সিলেট নগরীর লোহারপাড়া এবং সোহেল কাজিটুলা এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, রাত ২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Sharing is caring!