
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ফুলেস মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে কুশিয়ারা নদীর রেল ব্রিজ এলাকা থেকে মরদেহটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফুলেস মিয়া উপজেলার ১নং ইউনিয়নের পিটাইটিকর গ্রামের ওমর মিয়ার ছেলে। এর আগে মঙ্গলবার সকালে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ফুলেস মিয়া।
জানা যায়, পেশায় মৎস্যজীবী ফুলেস মিয়া, সুবেল মিয়া ও রাজন মিয়া প্রতিদিনের মত ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে পাথরের স্তূপে ডুব দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। একটা সময় নদী থেকে সুবেল ও রাজন উঠে আসলেও ফুলেস মিয়া উঠে আসেন নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে নামে। পরে সিলেটে থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নামে।
ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ফুলেস মিয়া ডুব দিয়ে পানির নিচে যাওয়ার পর কোন কারণে পাথরে আটকে যান, তার হাত ও শরীর কিছু অংশ পাথরের নিচে ছিল।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান জানান, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Sharing is caring!