কোম্পানীগঞ্জ সংবাদদাতা:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে পাথর লুটের দায়ে পাঁচ শ্রমিককে আটক করে ছয় মাস করে দণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার (২১ মে) দুপুরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ নেতৃত্ব টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় টাস্কফোর্সের অভিযান হয়। অভিযানকালে পাথর লুটের দায়ে পাঁচ শ্রমিককে আটক করে ৬ মাস করে জেল দেওয়া হয়। এছাড়া ৩১ টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়। বাঙ্কারের পাথর পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর আটক করা হয়। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও আরএনবি সদস্য অংশ নেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায়। দণ্ডপ্রাপ্ত পাঁচ শ্রমিক হলেন– কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ফাটাবগা গ্রামের আব্দুর রশিদের পুত্র জসিম উদ্দিন, একই উপজেলার উজান আজিবপুর গ্রামের হরমুজ আলীর পুত্র তোফাজ্জল ও পর্যাকান্দা গ্রামের ফজলু মিয়ার পুত্র আবেদ আলী, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় গ্রামের আব্দুন নুরের পুত্র ছালিক মিয়া ও বটেরতল গ্রামের ইছুব আলীর পুত্র ইরন মিয়া।
এর আগে গত মঙ্গলবার (২০ মে) সাদা পাথর পর্যটন স্পটের পাথর লুটের দায়ে ১৪ শ্রমিককে দুই বছর করে জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এর আগেরদিন সোমবার (১৯ মে) পাঁচ শ্রমিককে দেড় বছর করে দণ্ড দেওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com