
বিশ্বনাথ সংবাদদাতা:
সিলেটের বিশ্বনাথে দিন দুপুরে সিএনজিচালিত অটোরিক্সা চুরিকালে চোরকে ধরে থানা পুলিশে সোপর্দ করেছেন সেই গাড়ির মালিক।
সিএনজি চালিত অটোরিকশা চোর গোলাপগঞ্জ থানার রনিখাইল গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল আহমদ (৩২)।
আর ওই সিএনজি চালিত অটোরিক্সার মালিক বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা পীরহাঠি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে নাজিম উদ্দিন (২৫)।
অটোরিক্সার মালিক নাজিম উদ্দিন জানান, রিজার্ভ যাত্রী নিয়ে তিনি শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার অলংকারী ইউনিয়নের তালিবপুর গ্রামে যান। সেখানে গাড়ি রেখে তারা একটি দোকানে চা খেতে গেলে চোর সোহেল আহমদ তাদের গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরেন। বিকেলে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ চোরকে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সার মালিক নাজিম উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!