স্টাফ রিপোর্টার:
সিলেটে ভারতীয় চোরাইপণ্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জৈন্তাপুর থানার লামা শ্যামপুর গ্রামের লুদাই মিয়ার ছেলে সায়মন আহমদ, পাবনার আমিনপুর থানার টাকিগড়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম এবং কুমিল্লার মেঘনা থানার বালুচর মুন্সিবাড়ি গ্রামের মৃত আব্দুল মালেক বেপারীর ছেলে মো. গাউছ মিয়া।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া বাজার এলাকা অভিযান চালায়। এসময় একটি টাটা ট্রাক হতে ভারতীয় শাড়ি, থ্রি পিস এবং শ্যাম্পুসহ তিন জনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ২৮ হাজার ৩৮০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com