স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। গ্রেফতারকৃত ওই নারীর নাম হুছনা বেগম ওরফে রাজিয়া (৫৭)। তিনি সিলেট সদর উপজেলার চাতল (টুকের বাজার) এলাকার মৃত আব্দুল বারীর স্ত্রী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে বিয়ানীবাজার থানার চারখাই বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাব বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
একপর্যায়ে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার জন্য থামানো হয় এবং বাসে যাত্রী বেশে ড্রাইভারের পাশে বনেটের সিটে বসা এক মহিলাকে সন্দেহ হলে নারী র্যাব সদস্য কর্তৃক তার দেহ তল্লাশি চালানো হয়।
এসময় তার কোমরে বাধা বিশেষভাবে সেলাই করা পুরাতন খয়েরী রংয়ের ওড়নার ভিতর ৪৬ টি প্যাকেট থেকে ৯ হাজার ১শ ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com