নিজস্ব প্রতিবেদক :
সিলেটে সেনাবাহিনী ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার কফি জব্দ করেছে। চোরাকারবারিরা কফিগুলো ভারত থেকে চোরাই পথে নিয়ে এসেছিল।
শুক্রবার রাতে সিলেটের জৈন্তাপুর সীমান্তের সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের এই চালান জব্দ করা হয়।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কফি পরিত্যক্ত অবস্থায় পায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।
চোরাকারবারিরা কফিগুলো ফেলে পালিয়েছিল। জব্দকৃত ১ হাজার ৯২৮ কেজি কফির বাজারমূল্য প্রায় ৬৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com