ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ (১৮) নামের এক যুবক শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। নিহত সাইফ মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের সেলিম আহমদের একমাত্র ছেলে।
সে চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো।
শনিবার বিকালে সাইফ বাড়ি ফিরার পথে ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় সিলেট থেকে আসা কারের সাথে সংঘর্ষ হয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে দুরে গিয়ে পড়ে।
তারা মামা নাহিদ আহমেদ জানান, দুর্ঘটনায় তার হাত ভাঙ্গে, চোখে আঘাত পায় এবং মোটরসাইকেল ভাঙ্গা বাম্পার তার পেটে ঢুকে যায়। তাকে উদ্ধার করে সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউ তে রাখা হয়। কয়েক ঘন্টা পর সে মারা যায়।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহাজারিতে পাগলপ্রায় তার পরিবার। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জানাযার সময় ও স্থান নির্ধারণ হয় নি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com