প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সড়ক দুর্ঘটনায় সিলেটের ৬ জন আহত : শিশুর হাত বিচ্ছিন্ন

editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ণ
সড়ক দুর্ঘটনায় সিলেটের ৬ জন আহত : শিশুর হাত বিচ্ছিন্ন

Manual6 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এক শিশুর হাত দ্বিখণ্ডিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে সিএনজি অটোরিকশাযোগে সিলেটের শেখঘাট এলাকায় ফিরছিলেন তারা। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে পৌঁছালে সুনামগঞ্জগামী ফিড বোঝাই একটি পিকআপ ভ্যান ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

Manual1 Ad Code

দুর্ঘটনায় চালকসহ ৬ জন গুরুতর আহত হন। আহতরা হচ্ছেন, অটোরিকশা চালক বিদ্যা মিয়া (৩০), হোসাইন আহমদ তানভীর (১২), বিল্লাল হোসেন (৩৯) মুন্নি বেগম (২৮)। আহত অপর দুইজনের নাম জানা যায়নি। এরমধ্যে শিশু তানভীরের বাম হাত দ্বিখণ্ডিত হয়ে গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৈকত দাস জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। দ্বিখণ্ডিত হাতটি সঠিকভাবে ব্যান্ডেজ করে পাঠানো হয়েছে। দ্রুত সময়ে ওসমানীতে নিয়ে যাওয়ায় হাতটি পুনরায় জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে।

Manual1 Ad Code

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ গাড়িটি আটক করেছি, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code